দেশি ওয়েব কনটেন্টের ইতিহাসে এক নতুন রেকর্ড গড়ল ‘তুই আমার মন’ গানটি। প্রথমবারের মতো কোনো ওয়েব নাটকের গান ইউটিউবে ১০০ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। নাটকটির নাম ‘অ্যাডমিশন টেস্ট’। পরিচালনায় তপু খান। গানটির দৃশ্যায়নে রয়েছেন জোভান, টয়া, টুটুল চৌধুরী, তামিম মৃধা, জাকিলাভ, নিশাসহ অনেকেই। এটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই শিল্পী কনা ও আকাশ সেন। কথা ও সুর করেছেন নাজির মাহমুদ, সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। গানটির এই অসাধারণ সাফল্যের পেছনে রয়েছে একটি নিবেদিতপ্রাণ টিমের নিরলস পরিশ্রম ও সৃজনশীলতা। গানটির গীতিকার ও সুরকার নাজির মাহমুদ বলেন, ‘এটা শুধু আমাদের নয়, পুরো ইন্ডাস্ট্রির অর্জন। দর্শকরা যদি ভালোবাসা না দেখাতেন, এটা সম্ভব হতো না। ‘তুই আমার মন’ শুধু একটি গান নয়, এটি হয়ে উঠেছে ডিজিটাল সংগীত জগতের এক প্রতীক, যা প্রমাণ করে স্থানীয় সৃষ্টিকর্মও আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারে।’ নির্মাতা তপু বলেন, ‘এ অর্জন শুধু একটি সংখ্যার নয়, এটি দেশের সংগীতপ্রেমী দর্শকের ভালোবাসা, শিল্পীদের পরিশ্রম এবং বিনোদন জগতের গর্বের প্রতীক।’