ঢাকাই সিনেমার অন্যতম প্রভাবশালী অভিনেতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সেই কাঞ্চন আজ ব্রিটেনের হাসপাতালে যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে। সম্প্রতি তাঁর স্বাস্থ্যের কথা সামনে আনেন তাঁর ছেলে জয়। এরপর নানান কথা প্রচার হতে থাকে। তবে আশার কথা হচ্ছে- ডাক্তার আশার কথাও জানিয়েছেন। এদিকে ইলিয়াস কাঞ্চনের এমন খবর পৌঁছে গেছে উপমহাদেশের কিংবদন্তি অভিনেত্রী শবনমের কাছেও। তিনি বিচলিত হয়ে বলেন, ‘ও (কাঞ্চন) খুব ভদ্র ছেলে। যখনই দেখা হয়েছে ভাবি ভাবি বলে আপন করে নিত। ও খুব ভালো একজন সংগঠক। দেশের মানুষের নিরাপত্তা নিয়ে ভাবে। সমাজের প্রতি একজন সেলিব্রেটির যে দায়বোধ থাকা উচিত তার জ্বলন্ত উদাহরণ কাঞ্চন। স্ত্রীর বিয়োগে ওর যে ত্যাগ, যে সংগ্রাম তা অনবদ্য। আমি ওর মঙ্গল কামনা করি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, ও সুস্থ হয়ে ফিরে আসুক।’ কাঞ্চনের সঙ্গে সর্বশেষ ২০২২ সালে ওর অফিসে দেখা হয় জানিয়ে শবনম বলেন, ‘অনেক দিন পর ওর সঙ্গে দেখা। অনেক ব্যস্ততার মধ্যেও অনেকক্ষণ আমাকে সময় দিয়েছে। অনেক গল্প হলো। আগের মতোই মার্জিত ব্যবহার আমাকে মুগ্ধ করেছে।’ উল্লেখ্য, আশির দশকে ‘স্বাক্ষর’ ও ‘শর্ত’ নামের দুটি সিনেমায় শবনমের সঙ্গে সহশিল্পীর চরিত্রে অভিনয় করেছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।