দর্শক এখন অভিনেত্রী নাজিরা আহমেদ মৌকে ‘নন্দিনী’ রূপে দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছেন। পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘নন্দিনী’। সোয়াইবুর রহমান রাসেল পরিচালিত সিনেমাটির নাম ভূমিকায় রয়েছেন এ অভিনেত্রী। তাঁর বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সাঈদ বাবু, ইলোরা গহর, জয়শ্রী কর জয়াসহ অনেকেই। সম্প্রতি সিনেমাটির পরিচালক রাসেল নতুন মুক্তির তারিখ জানালেন। বললেন, ‘নিয়তির কাছে বারবার পরাজিত হয়েও হার না মানা এক সংগ্রামী নারীর গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘নন্দিনী’। আগামী ১২ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি আমরা। সব ঠিক থাকলে এ তারিখেই নন্দিনী দেখতে পাবেন দর্শকরা।’ মৌ বলেন, ‘নন্দিনী’ চমৎকার একটি গল্পের ছবি। এ ছবির জন্য অনেক পরিশ্রম করেছি। আমি চাই, ছবিটি সবাই দেখুক।’ মুক্তি উপলক্ষে সম্প্রতি সিনেমাটির অফিশিয়াল ট্রেলারও প্রকাশ করা হয়েছে।
এ সিনেমায় পাঁচটি গান শোনা যাবে। জাহিদ আকবর ও পরিতোষ বাড়ৈর কথায় গানগুলোয় কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, নাজমুন মুনিরা ন্যান্সি, কোনাল, সালমা আক্তার, কাজী শুভ এবং স্বরলিপি দোলা।