নির্মিত হয়েছে ব্যতিক্রমধর্মী একটি মিউজিক্যাল ফিল্ম, ‘সাঁঝের আঁচলে’। প্রেমের কবি কাজী নজরুলের জনপ্রিয় এই গানের আধুনিক রূপায়ণে কাজটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে কণ্ঠ দিয়েছেন শিরিন চৌধুরী এবং ভিডিওতে মডেল হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। যিনি এতে একজন ক্লাসিক্যাল নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন। সংগীত পরিচালনা করেছেন প্রান্তিক সুর। চিত্রায়ণ হয়েছে ঢাকার ঐতিহাসিক রোজ গার্ডেন ও উত্তরা লোকেশনে। বিজরী বরকতউল্লাহ বলেন, ‘যখন প্রস্তাব পাই, আমি এক কথায় রাজি হয়ে যাই। গানটি শুনেই ভালো লেগে যায়। ভিডিওতে কাজ করেও দারুণ আনন্দ পেয়েছি।’ নির্মাতা চয়নিকা জানান, ‘শুধু বিদ্রোহ নয়, নজরুলের প্রেমও গভীর ও মাধুর্যময়। গানটির সুরে সুফি ঘরানার আবেশ আছে। বিজরী গানটির আবেগকে দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছেন।’