অভিনেত্রী সাবিলা নূর। সম্প্রতি একটি সুগন্ধি বা পারফিউম ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হন তিনি। সেখানে পারফিউম প্রসঙ্গে নিজের পছন্দ ও অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। পারফিউমের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে সাবিলা নূর বলেন, ‘আমি পারফিউম খুবই পছন্দ করি। আমার পছন্দের ফ্রেগরেন্স সাধারণত ফ্রেশ ধরনের। যেমন- ওশান বা গাছ-পাতার ঘ্রাণ। এ ধরনের সুগন্ধ আমার ভীষণ ভালো লাগে। আমি মনে করি, লেয়ারিং পারফিউম ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করে তোলে। ফারিণের সঙ্গেও এ বিষয়ে আমি একমত।’ পারফিউম উপহার হিসেবে পেতে ভালোবাসেন জানিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘আমি পারফিউম গিফট পেতে খুবই পছন্দ করি। আমার বন্ধুরা বা যারা আমাকে ভালোভাবে চেনেন, তারা প্রায়ই আমাকে পারফিউম উপহার দেন।’ তার মতে, পারফিউম কেবল সুগন্ধ নয়, বরং এটি একজনের ব্যক্তিত্বের প্রতিফলনও ঘটায়। সাবিলা বলেন, ‘আই থিঙ্ক একটি পারফিউম যে দিচ্ছে তার পার্সোনালিটি এবং সেই সঙ্গে যে পারফিউমটা রিসিভ করছে তার পার্সোনালিটির একটা রিফ্লেকশনও পাওয়া যায়।’