আবারও ফিল্মফেয়ার জিতে নতুন রেকর্ড গড়েছেন আলিয়া ভাট। বলিউড কিং শাহরুখ খানের উপস্থাপনায় সম্প্রতি ভারতের গুজরাটের আহমেদাবাদে অনুষ্ঠিত হয় ফিল্মফেয়ার। আলিয়া ষষ্ঠবারের মতো এই পুরস্কার ঘরে তোলেন। ‘জিগরা’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আলিয়া ভাট। আর এই অ্যাওয়ার্ড প্রাপ্তির সঙ্গে সঙ্গেই নিজের অভিনয় ক্যারিয়ারে এক নতুন ইতিহাস গড়েছেন আলিয়া। দীর্ঘদিন এই রেকর্ড ছিল মীনা কুমারীর দখলে। যিনি ১৯৬৬ সালে ‘কাজল’ ছবির জন্য চতুর্থবার জয়ী হন। পরে নূতন এবং কাজল- দুজনই পাঁচবার করে এই পুরস্কার জিতে ইতিহাসে জায়গা করে নেন। বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিতের রয়েছে চারটি করে জয়, আর বৈজয়ন্তীমালা, জয়া বচ্চন ও শাবানা আজমির ঝুলিতে রয়েছে তিনটি করে সেরা অভিনেত্রীর ট্রফি। এ ছাড়া ‘জিগরা’র জন্য পাওয়া এই পুরস্কার আলিয়াকে এনে দিয়েছে টানা তৃতীয় জয়। এর আগে তিনি ‘উড়তা পাঞ্জাব’, ‘রাজি’, ‘গালি বয়’, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ এবং ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।