র্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে র্যাব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রক্রিয়ায় আছে। গতকাল রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রক্রিয়ায় আছি। এরপর যখন দিন ঘনিয়ে আসবে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের যে সভা হবে, সেই সভার মাধ্যমে কার কী দায়িত্ব সেটা পালনের নির্দেশনা পাব। সেই নির্দেশনার আলোকে আমরা দায়িত্ব পালন করব। আমাদের যারা আছেন তাদেরকে আইনকানুন বিষয়ে কিছু ইন-হাউজ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে যাচ্ছি। এই মুহূর্তে নির্বাচনের প্রস্তুতি হলো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা।
এর আগে সংবাদ সম্মেলনে র্যাব ডিজি বলেন, মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে ডাকাতদের হামলার ঘটনায় ডাকাত দলের প্রধান ‘পিয়াস নয়ন গ্রুপ’ এর অন্যতম সদস্য নয়নের ছোট ভাই রিপনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের ঢাকা ও গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পরই র্যাবের নেতৃত্বে থানা পুলিশ, নৌপুলিশ এবং কোস্টগার্ডের সদস্যরা যৌথ অভিযান চালিয়েছে। অতিরিক্ত আইজিপি শহিদুর রহমান বলেন, সম্প্রতি গাজীপুরেও অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। গাজীপুর মেট্রো এলাকায় টহল জোরদার করেছে র্যাব। অল্প সময়ে গাজীপুরেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। দেশের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মতোই র্যাবও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। তিনি বলেন, পুলিশের লুণ্ঠিত অস্ত্রসহ অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালায় র্যাব-২ ও ১০। বুধবার রাজধানীর কদমতলীতে অভিযান চালিয়ে শুকুর হোসেন ওরফে শুটার শুক্কুরকে দুটি অস্ত্র ও ১২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব-১০। অস্ত্রের গায়ে নম্বর মুছে ফেলার চেষ্টা করেছে অপরাধীরা।