জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে গতকাল রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত বিভিন্ন পয়েন্টে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ছাড়া প্রায় একই দাবিতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস।
জামায়াতের মানববন্ধন : পাঁচ দফা দাবিতে রাজধানীর ৯টি স্থানে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। সেগুলো হলো- যাত্রাবাড়ী, মৎস্য ভবন, বাংলামোটর, ফার্মগেট, খামারবাড়ী, কলেজ গেট, শিশু মেলা, কল্যাণপুর ও টেকনিক্যাল। এর মধ্যে মৎস্য ভবনের সামনে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা, পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এই পাঁচ দফাই আজ গণমানুষের মুক্তির দাবি। এসব দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ : পাঁচ দফা দাবিতে গতকাল মতিঝিল শাপলা চত্বরে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় সংগঠনের যুগ্ম-মহাসচিব ও দলীয় মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, পিআর নিয়ে আলোচনায় প্রধান নির্বাচন কমিশনারসহ অনেকেই সংবিধানের দোহাই দেন। জুলাই সনদের অনেক বিষয়ও সংবিধানে নেই। তাহলে কি জুলাই সনদের বাস্তবায়নও সংবিধানের দোহাই। সংবিধানের দোহাই দিয়ে মৌলিক সংস্কার বাধাগ্রস্ত করা যাবে না।
খেলাফত মজলিস : রাজধানীর পল্টন মোড়ে মানববন্ধন করেছে খেলাফত মজলিস। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। এ ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কোনো বিকল্প নেই। সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন ও প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগে অবিলম্বে প্রজ্ঞাপন জারিসহ ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।
জাতীয় গণতান্ত্রিক পার্টি : জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। এ সময় জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেন, যদি জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে বা একই সময়ে সনদের ওপর গণভোট নেওয়া হয়, তবে নির্বাচনের গুরুত্বের ভিতরে সেই গণভোট গৌণ হয়ে যাবে। সে কারণে স্বাক্ষর-অনুষ্ঠানের পরে দ্রুত বাস্তবায়ন-আদেশ জারি করে, নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে আলাদা গণভোট আয়োজন করতে হবে। এ ছাড়া বায়তুল মোকাররমের উত্তর গেটে নেজামে ইসলাম পার্টি, শাহবাগ মোড়ে বাংলাদেশ খেলাফত আন্দোলন ও দৈনিক বাংলা মোড়ে মানববন্ধন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
কয়েকজন উপদেষ্টার অপকর্মের প্রমাণ আছে : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, সরকারের চার থেকে পাঁচজন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন। তাদের বিভিন্ন অপকর্মের তথ্য প্রমাণ আছে। সংশোধন না হলে জনসমক্ষে নাম প্রকাশ করা হবে। গতকাল রাজধানীর মৎস্য ভবন মোড়ে জুলাই সনদের আইনি ভিত্তিসহ পাঁচ দফা দাবিতে জামায়াতের মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, জনগণ যদি জানে তারা (উপদেষ্টারা) জুলাইয়ের চেতনার সঙ্গে বেইমানি করছেন, তাহলে তাদের অবস্থা পতিত ফ্যাসিবাদের চেয়েও খারাপ হবে। নীলনকশার নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। ২০১৮ ও ১৪ সালের মতো নির্বাচন হলে জনগণ মেনে নেবে না। জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ও উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াছিন আরাফাত ও দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন প্রমুখ। ডা. তাহের বলেন, আমরা মনে করেছিলাম ফ্যাসিবাদের বিদায়ের পর আমাদের আর রাজপথে নামতে হবে না। একটি দল জুলাইকে দলীয় দৃষ্টিতে বিবেচনা করে এর চেতনাকে ধারণ করতে চায় না। তারা যেনতেনভাবে নির্বাচন চায়। প্রশাসনকে দলীয়করণ করতে চায়। এতে সরকারের কিছু উপদেষ্টাকে ব্যবহার করছে। প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, আপনি ভালো মানুষ। অনেকে বলে আপনি সরল ও সোজা, প্যাঁচ বোঝেন না। আমরা বলব আপনার আশপাশের সবাই ভালো মানুষ নয়। আপনার কাছের কিছু লোক আপনাকে বিভ্রান্ত ও ব্যবহার করছে। তাদের সরান। না হয় জনগণ সরিয়ে দেবে। গণভোটের সিদ্ধান্ত মানায় বিএনপিকে ধন্যবাদ জানিয়ে তিনি অভিযোগ করেন এক্ষেত্রে দলটি কৌশল করছে। তারা বলে জাতীয় নির্বাচন ও গণভোট এক দিনে করতে হবে। কিন্তু আমরা মনে করি এটা সম্ভব নয়। এক সঙ্গে দুটি ভোট হলে বিভিন্ন সমস্যা তৈরি হবে। জামায়াতের নায়েবে আমির বলেন, বাংলাদেশে দুটি গণভোট ২১ ও ১৭ দিনে হয়েছে। তাই গণভোট নভেম্বরের ১৫ তারিখে করা যায়। এটি জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবেও দেখা যেতে পারে।