রাজধানীর মিরপুরে একটি তৈরি পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘এই হৃদয়বিদারক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন এই অগ্নিকাণ্ডে নিহত সব ব্যক্তির আত্মার মাগফিরাত দান করেন।’ একই সঙ্গে তিনি আল্লাহর কাছে আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। গতকাল রাতে এক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই শোক প্রকাশ করেন। তিনি আরও বলেন, ‘এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সমাজে বারবার ঘটে চলেছে, প্রতিবারই কেড়ে নিচ্ছে অমূল্য প্রাণ এবং রেখে যাচ্ছে অসংখ্য প্রশ্ন ও বেদনার চিহ্ন। এই দুঃখজনক বাস্তবতা আমাদের মনে করিয়ে দেয়, কর্মক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থার ঘাটতি এখনো একটি বড় চ্যালেঞ্জ হয়ে আছে।’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি, এ ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করুন এবং যারা দায়ী তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করুন। গাফিলতির কারণে যেন আর একটি প্রাণও হারাতে না হয়, তা নিশ্চিত করাই এখন সময়ের দাবি।’ শোকবার্তায় তারেক রহমান আরও বলেন, ‘যারা এই দুর্ঘটনায় প্রিয়জন হারিয়েছেন, তাঁদের প্রতি রইল আমার গভীর সমবেদনা। যেসব পরিবার এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি তাদের পাশে মানসিকভাবে ও মানবিকভাবে আছি।’ তিনি বলেন, ‘আমাদের সবার দায়িত্ব হলো, এমন দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা ও ব্যবস্থা নিশ্চিত করা। যেন আর কোনো পরিবারকে এমন মর্মান্তিক শোক বইতে না হয়।’
শিরোনাম
- বিবিসিতে তারেক রহমানের সাক্ষাৎকার : দূরদৃষ্টির অনন্য দৃষ্টান্ত
- ‘অপমান থেকে বাঁচতেই হিন্দি শিখেছিলাম’
- রোম সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা
- চট্টগ্রামে শিক্ষা ও স্বাস্থ্যখাতে কানাডার সহযোগিতা চাইলেন মেয়র
- চট্টগ্রামে ইয়াবা মামলায় সাজা: পাঁচ বছর কারাদণ্ড
- চট্টগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত
- সততার সাহস : ভুল স্বীকারের মর্যাদা
- লক্ষ্মীপুরে মাদ্রাসার ছাত্র অপহরণ, পাঁচ দিনেও মেলেনি খোঁজ
- কুয়াকাটায় শৈবাল চাষ নিয়ে কর্মশালা
- ২০০ রানে হেরে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ বাংলাদেশ
- মালয়েশিয়ায় ভূমিধসে প্রাণ গেল বাংলাদেশি শ্রমিকের
- টাইমের প্রচ্ছদে নিজের চুল ‘গায়েব’ দেখে ক্ষুব্ধ ট্রাম্প
- মিরপুরে অগ্নিকাণ্ড: নিহত ১৬ জনের মরদেহ ঢামেক মর্গে
- হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের প্রয়োজন ২৯৪
- থাইল্যান্ডে মাদকসহ চার ইসরায়েলি সেনা গ্রেফতার
- অগ্নিদুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুতে তারেক রহমানের শোক
- অক্টোবরের ১৩ দিনে এলো ১২৭ কোটি ডলার রেমিট্যান্স
- মিসরে গাজা শান্তি সম্মেলন: দুই প্রেসিডেন্টের গোপন আলাপ ফাঁস
- মিরপুরে অগ্নিকাণ্ড : আলামত সংগ্রহ করছে সিআইডি
- মেক্সিকোর অর্ধশতাধিক রাজনীতিকের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
গাফিলতির কারণে আর যেন একটি প্রাণও হারাতে না হয়
তারেক রহমানের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর