সিরিজ নির্ধারণী ম্যাচে ১৬ রানে হারের পর সতীর্থদের পাশে দাঁড়িয়ে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, “আমরা এভাবে খেলে কখনো জিতব, কখনো হারব।”
মঙ্গলবার রাতে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করা শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে ২৮৬ রান করে। জবাবে বাংলাদেশ থেমে যায় ২৭০ রানে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, “উইকেট ভালো ছিল, রাতে আরও ব্যাটিং সহায়ক হয়ে গিয়েছিল। কিন্তু আমরা ব্যাটাররা পারিনি।”
তিনি জানান, “আমাদের ব্যাটাররা এভাবেই খেলতে অভ্যস্ত। যার যেটা স্বাভাবিক খেলা, তাকে সেটা খেলতে দেওয়াই ভালো।” তবে একথা বলেই তিনি স্বীকার করেন যে, এমন ব্যাটিংয়ে জয়ের সম্ভাবনার চেয়ে হারের পাল্লাই ভারি।
এ ম্যাচে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ১২৪ রানের অনবদ্য ইনিংস খেলেন ১৮টি চার মেরে, কিন্তু একটি ছক্কাও মারেননি। বিপরীতে বাংলাদেশের ব্যাটাররা সীমানা বড় জেনেও তুলে মারার ঝুঁকি নিয়েছেন—যা বারবার ধরা পড়েছে লঙ্কানদের প্রহরায়।
প্রশ্ন উঠেছে মুস্তাফিজুর রহমানের বাজে ফিল্ডিং নিয়েও। এ প্রসঙ্গে মিরাজ বলেন, “মুস্তাফিজ ভালো ফিল্ডার, তবে ইনজুরি থেকে মাত্রই ফিরেছে। বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত।”
আরেকটি আলোচনার বিষয় ছিল একাদশে লেগ স্পিনার রিশাদ হোসেনকে না রাখার সিদ্ধান্ত। মিরাজ জানান, “তানভির ইসলাম আগের ম্যাচে ৫ উইকেট পেয়েছে, ম্যাচ জিতিয়েছে। এমন কাউকে বসিয়ে দেওয়া কঠিন।”
তিনি আরও বলেন, “এমন ম্যাচে আবেগ কাজ করে। প্রেমাদাসায় জিতে সিরিজে ফেরা এবং ক্যান্ডিতে জয় নিয়ে আশা—সব মিলিয়ে হয়তো আমরা মানসিক চাপ নিতে পারিনি।”
এই হারে বাংলাদেশ সিরিজ ২–১ ব্যবধানে হারল শ্রীলঙ্কার কাছে। হারের ব্যাখ্যায় বাস্তবতা মেনে নিলেও ভবিষ্যতের জয়-পরাজয়ের দোলাচলে দলকে এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন মিরাজ।
বিডি প্রতিদিন/আশিক