ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পর থেকে প্রায় প্রতিদিন নিত্যনতুন দাবি আদায়ে নানান গ্রুপের আন্দোলনের কর্মসূচিতে রাজধানীবাসী অতিষ্ঠ। তারপরও এটি এখন ঢাকার স্বাভাবিক চিত্রে পরিণত হয়েছে। পুরোনো দাবির মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন দাবি। মাঠে নামছে নতুন গ্রুপ। গতকালও রাজধানীর বিভিন্ন অংশে ছয়টি পৃথক কর্মসূচি পালিত হয়েছে।
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি : কনসালটেশন কমিটির সুপারিশ বাস্তবায়নের দাবিতে ৫ হাজারের বেশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দ্রুত জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল নবম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে এ আন্দোলন চলছে। তাদের অভিযোগ ২০১৩ সালে তৎকালীন সরকার দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিলেও রাজনৈতিক বিবেচনায় তখন অনেক বিদ্যালয় তালিকা থেকে বাদ পড়ে। এসব বিদ্যালয়ের মধ্যে প্রায় ৫ হাজার প্রতিষ্ঠান জাতীয়করণের সব শর্ত পূরণ করেও বঞ্চিত। এসব বিদ্যালয়কে দ্রুত জাতীয়করণ করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান তারা।
স্বাস্থ্য অধিদপ্তরের ফটক আটকে আন্দোলন ইউনানি-আয়ুর্বেদিক শিক্ষার্থীদের : স্বতন্ত্র ইউনানি-আয়ুর্বেদিক কাউন্সিল গঠনের দাবিতে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান ফটক আটকে গতকাল অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি, ৩০ জুন স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখা থেকে পাঠানো চিঠি ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষার স্বীকৃতি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছে। চিঠিটি অবৈধ ও একতরফাভাবে শিক্ষার্থীদের পেশাগত ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে।
১৮তম শিক্ষক নিবন্ধন ফল পুনর্মূল্যায়নের দাবিতে অবস্থান চাকরিপ্রত্যাশীদের : ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভায় অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে ফল পুনর্মূল্যায়ন ও সবাইকে সনদ দেওয়ার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে নেমেছেন চাকরিপ্রত্যাশীরা। গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও ভাইভায় অংশ নেওয়া প্রার্থীরা অবস্থান নেন। তাদের দাবি, ভাইভা ছিল স্বচ্ছতা বিবর্জিত, প্রশ্ন এক হলেও বোর্ড ভেদে ফলাফলে ব্যাপক পার্থক্য রয়েছে। অনেকে ভাইভায় ভালো করেও ফেল করেছেন, আবার একই মানসিক প্রস্তুতির মধ্যে কেউ কেউ অনায়াসে পাস করে গেছেন। এই বৈষম্য দূর করে সবার সনদ নিশ্চিত না হলে আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
চাকরিচ্যুত আনসার সদস্যদের আমরণ অনশন, সংকটাপন্ন তিনজন ঢামেকে : ১৯৯৪ সালের বিদ্রোহে চাকরি হারানো ব্যাটালিয়ন আনসার সদস্যরা চাকরি পুনর্বহালের দাবিতে বিগত ১০ দিন ধরে রাজধানীর খিলগাঁও আনসার সদর দপ্তরের সামনে আমরণ অনশন করে চলছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অনশন চলবে বলেও জানান তারা। এরই মধ্যে অনশনরতদের তিনজনের অবস্থা সংকটজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০১৮ সালে সুপ্রিম কোর্টের রায়ের পরেও তাদের পুনরায় নিয়োগ না দেওয়ায় বছরের পর বছর কষ্ট আর অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাচ্ছেন চাকরিচ্যুত সাবেক আনসার সদস্যরা।
৪২ দিন ধরে আন্দোলনে ‘তথ্য আপা’ প্রকল্পের নারীরা : রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে টানা ৪২ দিন ধরে রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তথ্য আপা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় সরাসরি নিয়োগপ্রাপ্ত নারী তথ্যসেবা কর্মকর্তারা। গতকাল দুপুরেও জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।
অধ্যক্ষের পদত্যাগ দাবিতে সিটি কলেজে বিক্ষোভ : ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ কাজী নেয়ামুল হকের পদত্যাগ দাবিতে গতকাল সকালে এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীদের একাংশ কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন। ঘটনার জেরে কলেজ কর্তৃপক্ষ একাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত করেছেননন। তাদের দাবি, কলেজের স্বঘোষিত অধ্যক্ষ কাজী নেয়ামুল হক কলেজ পরিচালনায় স্বেচ্ছাচারিতা করছেন।