নাটোরের সিংড়ায় সেনাবাহিনী ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে সিংড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর টহল দল ও উপজেলা মৎস্য দপ্তর যৌথভাবে বাজার এলাকার তিনটি দোকানে অভিযান চালায়। অভিযানে প্রায় দুই লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়, যা অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে গোপনে মজুত রাখা হয়েছিল।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, উদ্ধারকৃত জালসমূহ তাৎক্ষণিকভাবে মৎস্য দপ্তরের জিম্মায় নেওয়া হয় এবং সেনাবাহিনীর উপস্থিতিতে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বিডি প্রতিদিন/নাজিম