ট্রেনের খালি কামরায় এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ভারতের হরিয়ানায়। সোমবার গণধর্ষণের অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পুলিশ। ওই নারীর দাবি, ধর্ষণের পর তাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। পরে রেললাইনের ওপর ফেলে দেওয়া হয়। অচৈতন্য অবস্থায় রেললাইনে পড়ে থাকার সময় তার পায়ের ওপর দিয়ে ট্রেন চলে যায়।
দেশটির পুলিশ সূত্রে খবর, গত ২৪ জুন থেকে নিখোঁজ ছিলেন ওই নারী। তার স্বামী থানায় জানিয়েছিলেন বিষয়টি। তিনি জানান, অশান্তি হওয়ায় বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন তার স্ত্রী। রাত পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় চিন্তা বাড়ে। দুদিন পরে থানায় নিখোঁজ ডায়েরি করেন তিনি। জানান, অতীতেও এমন হয়েছে। বাড়ি ছেড়ে চলে গেলেও পরে নিজেই ফিরে আসতেন তার স্ত্রী।
নির্যাতিতাও দেশটির পুলিশকে জানিয়েছে, রাগ করে বাড়ি থেকে বেরিয়ে তিনি কাছের একটি রেলস্টেশনে বসেছিলেন। তখন এক অপরিচিত ব্যক্তি এসে তাকে জানান, তার স্বামী পাঠিয়েছে। তার সঙ্গে ফিরে যাওয়ার অনুরোধ করেছে। তা বিশ্বাস করেন ওই নারী। ওই ব্যক্তির সঙ্গে তিনি বাড়ির পথে হাঁটা শুরু করেন। কিন্তু হঠাৎ ওই ব্যক্তি তাকে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের খালি কামরায় জোর করে তোলে। উঠে আসে নিজেও। সেখানেই তাকে ধর্ষণ করা হয়। পরে আরো দু’জনও ওই নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস।
বিডি প্রতিদিন/এএম