পোষা বিড়ালের যত্ন নিলেই মিলবে একটি বৃদ্ধের ফ্ল্যাট, সঞ্চয় ও স্থাবর-অস্থাবর সব সম্পত্তি। চীনের গুয়াংডং প্রদেশের ৮০ বছর বয়সী লং নামের এক ব্যক্তি এমন ঘোষণা দিয়ে চাঞ্চল্য ছড়িয়েছেন সামাজিকমাধ্যমে। স্ত্রী মারা যাওয়ার পর থেকে তিনি একাকী জীবনযাপন করছেন প্রিয় বিড়াল ‘জিয়ানবা’র সঙ্গে।
‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর এক প্রতিবেদনে বলা হয়, অনলাইনে দেওয়া এক ঘোষণায় লং জানান, মৃত্যুর পর তার বিড়ালটির যেন কেউ সযত্নে দেখাশোনা করে—এটাই তার একমাত্র শর্ত। সেই বিনিময়ে তিনি দিয়ে যেতে চান তার ফ্ল্যাট, ব্যাংক সঞ্চয় ও অন্যান্য সম্পদ। ১০ বছর আগে এক বৃষ্টির দিনে রাস্তায় পড়ে থাকা জিয়ানবা ও তার তিনটি বিড়ালছানাকে উদ্ধার করেন তিনি।
বর্তমানে শুধু জিয়ানবাই তার সঙ্গী। প্রিয় বিড়ালের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন লং এখন খুঁজছেন এমন একজন, যিনি মৃত্যুর পর এই প্রাণীটির খেয়াল রাখবেন। তবে এখনও তিনি উপযুক্ত কাউকে খুঁজে পাননি।
গুয়াংডংয়ের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বৃদ্ধ স্পষ্ট করে দিয়েছেন—উত্তরাধিকার পাওয়ার জন্য বিড়ালের সেবা যত্নই একমাত্র যোগ্যতা। তবে এমন লোভনীয় প্রস্তাব সত্ত্বেও এখনো কেউ তার মন জিততে পারেননি।
এ নিয়ে সমাজমাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা। কেউ বলছেন, “লোভ নয়, ভালোবাসা থেকেই বিড়ালটিকে দত্তক নেওয়া উচিত।” কেউ কেউ আবার আইনি জটিলতা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন—বৃদ্ধের মৃত্যুর পর ‘আসল উত্তরাধিকারী’ এসে দাবি জানাতে পারেন সম্পত্তির উপর।
চীনা সমাজে পোষা প্রাণী নিয়ে এমন অঙ্গীকার নজিরবিহীন না হলেও, এই ঘটনা নতুনভাবে আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/আশিক