জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ এক যাত্রীর ফোন কলের ভিত্তিতে কুমিল্লা হাইওয়ে পুলিশ সীতাকুণ্ড থেকে চুরি হওয়া একটি যাত্রীবাহী বাস উদ্ধার করেছে। এ সময় বাসচালক শহিদুল ইসলাম (৩০) কে আটক করা হয়। তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা রশিদুল ইসলামের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি খাইরুল ইসলাম।
তিনি জানান, মঙ্গলবার (৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে শরীফ হোসেন নামের এক যাত্রী ৯৯৯ নম্বরে ফোন করে জানান—চালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছেন, এতে যাত্রীদের জীবন হুমকির মুখে পড়ছে। এরপর কুমিরা হাইওয়ে থানার এসআই ফারুক আজম সীতাকুণ্ডের ইদুলপুর এলাকা থেকে বাসটি আটক করেন।
বাসচালকের কাছে কাগজপত্র চাইলে তিনি দেখাতে ব্যর্থ হন। কথাবার্তায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে চালক স্বীকার করেন—বাসটি চুরি করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। এরপর চট্টগ্রাম বাস মালিক সমিতির সহযোগিতায় বাসটির প্রকৃত মালিককে শনাক্ত করা হয়।
বাসের মালিক ভানু দে জানান, গত ৬ জুলাই তাঁর বাসটি চট্টগ্রামের বোয়ালখালী এলাকার বাড়ির সামনে থেকে চুরি হয়। তিনি বোয়ালখালী থানায় মামলা করেন।
কুমিরা হাইওয়ে থানার ওসি মো. জাকির রাব্বানী জানান, বাস চুরির ঘটনায় বোয়ালখালী থানায় দায়ের করা মামলার প্রেক্ষিতে আটক শহিদুল ইসলামকে ওই থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চুরি হওয়া বাসটিও পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক