ব্রাহ্মণবাড়িয়ায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে তিনটি চালের পাইকারি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা খাদ্য অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ টিম।
মঙ্গলবার দুপুরে জেলা শহরের আনন্দ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল্য তালিকা না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণের দায়ে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। সঙ্গে ছিলেন জেলা খাদ্য অধিদপ্তরের পরিদর্শক রামিম পাঠান এবং নিরাপত্তায় সহায়তা করে আনসার ব্যাটালিয়নের একটি দল।
ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে মেসার্স কামরুল ট্রেডার্সকে তিন হাজার টাকা, মেসার্স ডলফিন ট্রেডার্সকে দুই হাজার টাকা এবং মেসার্স রমণী মোহন সাহাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং খাদ্যপণ্য অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে—ভবিষ্যতে ন্যায্য দামে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখার নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে।
বিডি প্রতিদিন/নাজিম