টেলিযোগাযোগ খাতের একটি প্রকল্প নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত থামিয়ে দিতে প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব একটি চিঠি দিয়েছেন বলে খবর প্রকাশ হয়। ওই চিঠি নিয়ে দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এক বিবৃতিতে জানান, বিশেষ সহকারী চিঠিতে বিজ্ঞান, প্রযুক্তি ও যোগাযোগ খাতের আধুনিকায়নের আহ্বানে সহযোগিতার বিষয়টি তুলে ধরেছেন। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই।
গতকাল দুদকের প্রধান কার্যালয়ে চেয়ারম্যানের পক্ষ থেকে এই বিবৃতি তুলে ধরেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন। ফয়েজ আহমদ তৈয়্যবের বক্তব্যে দুদক একমত কি না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখানে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। কারণ, আমাদের কাছে কিন্তু এ-সংক্রান্ত একটা অভিযোগের অনুসন্ধান চলমান। ফলে আমরা যদি এ বিষয়ে কোনো মন্তব্য করি তাহলে সেই ক্ষেত্রে বিষয়টা বিতর্কিত হতে পারে। আর আমি যেভাবেই কথা বলি না কেন, সেটা অনুসন্ধানকে প্রভাবিত করতে পারে।