স্বজনদের অপেক্ষা ও কান্নায় দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। মায়ের ডাকসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের উদ্যোগে এ উপলক্ষে গতকাল সারা দেশে আলোচনা সভা, মানববন্ধনসহ নানান কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা গুম শিকার ব্যক্তিদের সন্ধান চান এবং এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। স্বজনরা কান্নাজনিত কণ্ঠে বলেন, গুমের শিকার যেসব মানুষের সন্ধান এখনো মেলেনি, তাদের স্বজনরা জানেও না পরিবারের প্রিয় মানুষটি আদৌ বেঁচে আছেন কি না! বক্তারা বলেন, দেশের যখন নির্বাচনের এগিয়ে যাচ্ছে তখনই নানান ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। ফ্যাসিবাদ যেন নতুন করে মাথা চাড়া দিতে না পারে সেজন্য সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।
গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ‘জবাবদিহির পথে : গুমের শিকারদের স্মরণে দিন’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। কমিশন অব ইনকোয়ারি অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সস এবং জাতিসংঘের হাইকমিশনার ফর হিউম্যান রাইটস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম, গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস, ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের জ্যেষ্ঠ মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খান প্রমুখ বক্তৃতা করেন।
ইলিয়াসের সন্ধান চান তার পরিবারের সদস্যরা : আন্তর্জাতিক গুম দিবসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে গুম হওয়া ব্যক্তিদের ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা।
ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের এক বছর পেরিয়ে যাওয়ার পরও গুম হওয়া স্বজনদের সন্ধান না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন তারা। গতকাল দুপুরে ‘আমরা গুম পরিবার’-এর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
শেখ হাসিনা সরকারের আমলে সিলেটে গুম হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি এম. ইলিয়াস আলী, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ দিনার, ছাত্রদল নেতা জুনেদ আহমদ ও ইলিয়াস আলীর গাড়িচালক আনসার আলী।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী ও ড. এনামুল হক চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক সহসভাপতি সালেহ আহমদ খসরু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল আহাদ খান জামাল ও গুমের শিকার ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ দিনারের বোন তাহসিন শারমিন তামান্না প্রমুখ।