ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, যদি হামাস গাজায় মানুষ হত্যা চালিয়ে যায়, তাহলে আমাদের অন্য কোনো উপায় থাকবে না; আমরা হামলা চালাব এবং তাদের মেরে ফেলব। বৃহস্পতিবার এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন।
গতকাল এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিলেও পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে জানান, ওই অভিযানগুলোতে যুক্তরাষ্ট্র সরাসরি অংশগ্রহণ করবে না। আশপাশেই এমন কিছু লোক আছে, যারা যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে কাজটা করবে। তার এই বক্তব্য সরাসরি ইসরায়েলের দিকেই ইঙ্গিত করে।
ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির নথিতে বিভিন্ন দেশের নেতাদের স্বাক্ষর করার মাত্র তিন দিনের মাথায় এমন হুমকি দিলেন ট্রাম্প। যদিও তাঁর পরিকল্পনা অনুযায়ীই এ যুদ্ধবিরতি হয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, হামাসের যোদ্ধারা যুদ্ধবিরতির সুযোগ নিয়ে গাজা অঞ্চলে নতুন করে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছেন। যুদ্ধ চলাকালীন ইসরায়েলি বাহিনীকে সহযোগিতা করা সশস্ত্র গোষ্ঠীগুলোকে এখন নিশানা করছেন তারা। এমন পরিপ্রেক্ষিতে হামাসকে ওই হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। এর আগে হামাস অস্ত্র সমর্পণ না করলে তাদের বলপ্রয়োগে অস্ত্র ত্যাগ করানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। গত বুধবার সন্ধ্যায় ট্রাম্প বলেন, হামাস যদি চুক্তির শর্ত মেনে না চলে, তিনি ইসরায়েলকে গাজায় আবার যুদ্ধ শুরুর অনুমতি দিতে পারেন। এদিকে গাজা থেকে মৃত জিম্মিদের লাশ ধীরগতিতে ফেরত দেওয়ার কারণে হামাসের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে ইসরায়েল। তাদের দাবি, হামাস চুক্তির শর্ত লঙ্ঘন করছে।
ট্রাম্প হামাস সম্পর্কে বলেন, আমরা জানি যে আমাদের কাছে তারা অঙ্গীকারবদ্ধ এবং আমি ধরে নিচ্ছি, তারা তাদের প্রতিশ্রুতি পালন করবে।