ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পৌর শহরের খড়মপুর কল্লা শহীদ (রহ.) মাজার শরিফের মহিলা বিশ্রামাগারে সোমবার রাত ৯টার দিকে মারা যায় সে। এর আগে বিকালে মাজার শরিফের পুকুরে গোসল করতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার হয় ওই কিশোরী। এ ঘটনায় তরিকুল ইসলাম তুষার (২২) নামে একজনকে আটক করা হয়েছে। ওসি মো. ছমিউদ্দিন বলেন, মেয়েটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।