ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার ধরমণ্ডলের কাউসার চৌধুরী মডেল একাডেমি প্রাঙ্গণে রহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি ডা. মেজবাহ উদ্দিন চৌধুরী, রোটারিয়ান ডা. সাফওয়ান নাবিল, ধরমণ্ডল ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন উদ্দিন চৌধুরী, ধরমণ্ডল উচ্চবিদ্যালয়ের সাবেক সভাপতি ফয়সল জেবেল নুর, অলিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে রোগীকে চিকিৎসাসেবা প্রদান ও টুথপেস্ট-ব্রাশ দেওয়া হয়েছে।