মিয়ানমার হতে পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে খাদ্য সামগ্রী ও বস্ত্রসহ সাত পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় ৫১ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৬২০ বস্তা ডাল, ১০ বস্তা আদা, ৪৮০ পিস লুঙ্গি, ৪০০ পিস শাড়ি ও পাচারকাজে ব্যবহৃত কার্গো বোট জব্দ করা হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, শুক্রবার কর্ণফুলী চ্যানেলে একটি কার্গো বোট থেকে মালামালসহ পাচারকারীদের আটক করা হয়।