খাগড়াছড়িতে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও ছোট-খাটো পাহাড় ধসের সৃষ্টি হয়েছে। এজন্য শালবনসহ বিভিন্ন স্থানে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পরিবারগুলোকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়।
মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এই আহ্বান জানান। তিনি এসব স্থানের বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করেন।
সচেতনতামূলক প্রচারণায় রেড ক্রিসেন্টসহ স্বেচ্ছাসেবী সংগঠনগুলো অংশ নেন। এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই