রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় একদিনে ২১১০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
সোমবার (৭ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় এসব মামলা করা হয়।
মঙ্গলবার বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তালেবুর রহমান বলেন, মামলার পাশাপাশি ২৮৩টি গাড়ি ডাম্পিং এবং ১০২টি গাড়ি রেকার করা হয়।
ঢাকা মহানগর এলাকায় সড়কে শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত