টানা বর্ষণে চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়েছে। গত কয়েকদিন ধরেই কখনো থেমে থেমে, কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। ফলে নগরের অনেক নিচু এলাকায় পানি জমে যায়।
পতেঙ্গার আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাত হচ্ছে। গত মঙ্গলবার দুপুর ১২টা থেকে আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত আবহাওয়া অফিস ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায়ও চট্টগ্রামসহ দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ফলে চট্টগ্রামের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনাও রয়েছে।
জানা যায়, টানা বর্ষণে নগরের কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে রাস্তাঘাটে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন পথচারী ও যাত্রীরা। বুধবার নগরের আগ্রাবাদ, পাঁচলাইশ, কাপাসগোলা, শুলকবহর, কেবি আমান আলী রোডসহ বেশ কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। সড়কে হাঁটুসমান পানি জমে গেছে। এতে গাড়ি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
বিডি প্রতিদিন/জামশেদ