প্রধান উপদেষ্টার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনাকে সাধুবাদ জানিছেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের মাধ্যমে এমন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে যেন যুগ যুগ মানুষ মনে রাখে।
গতকাল এক প্রতিক্রিয়া তিনি আরও বলেন, লন্ডনে বৈঠকের পর থেকে নির্বাচন নিয়ে ভিন্নমাত্রা যোগ হয়েছে। আমরা চাই আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, তার নির্বাচনি এলাকা নড়াইল-২ আসনে ইতোমধ্যে হাটবাজার থেকে শুরু করে পাড়ামহল্লায় উঠান বৈঠক করে চলছেন। গোটা দেশবাসী ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন।