ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে মতবিনিময় করেছে জাতীয় সংস্কার জোট। পল্টনের ইসলামী আন্দোলনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পিআর পদ্ধতিসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। সংস্কার জোটের সদস্য সচিব সচিব মো. আবদুর রহিমের নেতৃত্বে ১২ সদস্য প্রতিনিধি দল সভায় অংশ নেন। ইসলামী আন্দোলনের পক্ষে নেতৃত্ব দেন দলটির মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমেদ। বৈঠক প্রসঙ্গে মো. আবদুর রহিম বলেন, সংস্কার ও বিচার দ্রুত সম্পন্ন করা। জুলাই সনদ ঘোষণা করা। সংসদ নির্বাচনের তিন মাস আগে অন্তর্বর্তী সরকার পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর। জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান।
রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া সহজ করা। স্বতন্ত্র প্রার্থিতা সবার জন্য উন্মুক্ত করার বিষয়ে আমরা তুলে ধরেছি। ইসলামী আন্দোলনের পক্ষে পিআর পদ্ধতির যৌক্তিতা তুলে ধরা হয়েছে। তিনি জানান, প্রতিনিধি সংগঠনের প্রধান সমন্বয়ক প্রফেসর এ আর খান, নির্বাহী সমন্বয়ক আবদুল আহাদ নূর প্রমুখ উপস্থিত ছিলেন।