নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদী সিআইখোলা এলাকায় টিন শেড বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে সালমা বেগম (৩০) ও তানজিলা আক্তার তিশা (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। পুলিশ জানায়, পাইনাদী সিআইখোলা এলাকার জাকির খন্দকারের টিন শেড বাড়িতে ২২ আগস্ট দিবাগত রাতে হঠাৎ বিস্ফোরণে পুরো ঘরে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয় দুই পরিবারের নয়জন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে হাসান গাজীসহ তার স্ত্রী সালমা বেগম, মেয়ে মুনতাহা, জান্নাত ও ছেলে রাইয়ান ওরফে ইমন উদ্দিন চিকিৎসাধীন ছিলেন।
এদের মধ্যে শুধু মুনতাহা (১১) বেঁচে আছে। অপরদিকে জানজিল হোসেনের কলেজপড়ুয়া মেয়ে তানজিলা মারা গেছে। তার পরিবারের মধ্যে স্ত্রী আসমা বেগম ও ছোট ভাই আরাফাত হোসেন চিকিৎসাধীন রয়েছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান জানান, সালমার শরীরের প্রায় ৪৮ শতাংশ ও তানজিলার শরীরের ৫৩ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনা শুধু আরাফাতের অবস্থার উন্নতি হয়েছে।