টাঙ্গাইলে সরকারি ম্যাটসের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ম্যাটসের হোস্টেল থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত নিশাদ সাদিয়া তুন্না (২১) কুড়িগ্রাম জেলার ফুল কুমার গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। নিহত নিশাত ম্যাটসের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ সময় একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, খবর পেয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। তিনি নিজ উড়না দিয়ে আত্মহত্যা করেছেন। এসময় নিহতের শরীর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। নিহতের বাবার সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম