চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ। ছাত্রছাত্রীরা দুপুর ২টায় ফল প্রকাশের নির্ধারিত ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd), সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও মোবাইলে মেসেজ পাঠিয়ে ফল সংগ্রহ করতে পারবে। মোবাইলে মেসেজ পেতে বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস পাশের বছর স্পেস দিয়ে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
আজ দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে ফল প্রকাশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করেছে শিক্ষা বোর্ডগুলো। সেখানেই ফলাফলের বিস্তারিত তুলে ধরা হবে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ড এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলাফল নিজেদের মতো করে প্রকাশ করবে। ফল প্রকাশে বাড়তি কোনো আনুষ্ঠানিকতা থাকবে না এবার।
আগামীকাল থেকে শুরু করে আগামী ১৭ জুলাই পর্যন্ত ছাত্রছাত্রীরা পুনর্নিরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। গত ১০ এপ্রিল ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। গত ১৩ মে পরীক্ষা শেষ হয়। ১৯ লাখের বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার বলেন, পরীক্ষা শেষ হওয়ার দুই মাসেরও কম সময়ের মধ্যেই কোনো বাহুল্য ছাড়াই সব বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ করা হচ্ছে।