ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মওলানা মুহাম্মদ ঈসা শাহেদী বলেছেন, ইসলামি সমাজ প্রতিষ্ঠা ছাড়া কোরআনের বিধান বাস্তবায়ন সম্ভব নয়। তিনি বলেন, ইসলামি দণ্ডবিধি তথা শরিয়া আইন বাস্তবায়নে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। নামাজ, রোজা যেমন ফরজ তেমনি দীন প্রতিষ্ঠার আন্দোলন করাও ফরজ ইবাদত। দলের ঝিনাইদহ জেলা আয়োজিত গোহাটা মাদরাসা অডিটোরিয়ামে ‘রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সিরাত ও দ্বীন প্রতিষ্ঠায় আমাদের দায়িত্ব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মাওলানা ইউনুস আলীর সভাপতিত্বে ও মাওলানা মাহফুজুর রহমান মাওলানা খালেদ সাইফুল্লাহ মুসাফিরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক মওলানা এনামুল হক আজাদ, অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা মো. ইসমাইল ফারুক, কাজী মাওলানা আবু বকর সিদ্দিক মওলানা, রোকন রোকনউদ্দিন প্রমুখ।