ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, ভূমিসেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি এবং জনবান্ধব পরিবেশ নিশ্চিত অপরিহার্য। দুর্নীতি ও হয়রানি মুক্ত সেবা প্রদানের মাধ্যমে নাগরিকদের সন্তুষ্টি করাই ভূমি মন্ত্রণালয়ের সবার দায়িত্ব। গতকাল ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সুশাসন ও নৈতিকতা সম্পর্কিত ধারণা এবং মূল্যবোধ শিক্ষার সঙ্গে সুশাসনের সম্পর্ক বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন। সিনিয়র সচিব বলেন, নৈতিকতা ও সুশাসন বজায় রেখে নাগরীকদের ভূমিসেবা নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে আমরা সবাই একটা টিম, এই টিম একটা সিস্টেমের মধ্যে কাজ করতে হয়। সবাই মিলে কাজ করলে ভূমি মন্ত্রণালয়ের যে দায়িত্ব তা সুচারুভাবে পালন করা সম্ভব। নাগরিকদের সততা, সহানুভূতি, সম্মান, দায়িত্ববোধ ও সহনশীলতার মাধ্যমে সেবা দিতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ ও জনবান্ধব করতে হবে, জ্ঞান, দক্ষতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটাতে হবে, যা জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা এবং মানবিক গুণাবলির মাধ্যমে সম্ভব।