বিএনপির কেন্দ্রীয় নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের জনগণ এখন নির্বাচনমুখী হয়েছে। তাই আর ষড়যন্ত্র করে লাভ হবে না। দেশের মানুষ প্রায় দুই যুগ ধরে ভোট দিতে পারেনি। মানুষ এবার নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ পেয়েছে। দেশের মানুষ ভোট দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীদের বিজয়ী করে সংসদে পাঠাতে চায়। দুলু বলেন, দেশের জনগণ নির্বাচনমুখী হয়ে গেলেও কোনো কোনো দল পরাজয়ের ভয়ে টালবাহানা করে নির্বাচন পেছানোর নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে। গতকাল বিকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্ম্রপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।