স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক নিয়মিত বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার তদারকি অভিযানের অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় স্বাস্থ্য বিভাগ। এ সময় নানা অনিয়মের অভিযোগে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। গতকাল বীরগঞ্জ পৌর শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলার সহকারী পরিচালক বোরহান উদ্দিন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা এ অভিযান চালান। দেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা এবং পেশেন্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমান করা হয়।