নারায়ণগঞ্জ রূপগঞ্জের রোহিলা এলাকায় কয়েক দিনের টানা বৃষ্টির পানিতে কৃষিজমি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েন স্থানীয় শত শত কৃষক। এ অবস্থায় গতকাল কৃষকদের ধানের চারা বিতরণ ও জমিতে চারা রোপণ করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ দুলাল হোসন।
তিনি বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যুৎ ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করে জমিতে ধানের চারা রোপণ করা হয়েছে।