প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী রাজধানী ছিল সোনারগাঁ। এখানে ছোটবড় অনেক দিঘি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খাসনগর দিঘি। প্রায় ৫০ বিঘা আয়তনের এ সুবিশাল দিঘি দেশবিদেশের পর্যটকদের মন কেড়ে নেয়। অপরূপ প্রাকৃতিক শোভার এ দিঘির পানি সারা বছরই টলটলে পরিষ্কার থাকে। সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পাশে দক্ষিণে প্রায় ২০০ গজ দূরে খাসনগর গ্রামের সন্নিকটে প্রধান সড়কের পাশেই প্রাচীন এ দিঘির অবস্থান। ঐতিহাসিকদের মতে, একসময় এ দিঘির পাড়ে বিখ্যাত ঢাকাই মসলিন তাঁতিদের বসতি ছিল। ঢাকাই মসলিন উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র ছিল সোনারগাঁ। মসলিনের মধ্যে সবচেয়ে সূক্ষ্ম ও উন্নত ধরনের বস্ত্রের নাম ছিল ‘খাস’। ধারণা করা হয়, সূক্ষ্ম মসলিন বস্ত্র খাস থেকেই সম্ভবত খাসনগর গ্রাম ও খাসনগর দিঘির নামকরণ করা হয়েছে। আর এ সূত্রেই কারও কারও অনুমান, খাসনগর ছিল সবচেয়ে সূক্ষ্ম ও উন্নতমানের মসলিন বস্ত্র ‘খাস’ উৎপাদনের অন্যতম প্রাণকেন্দ্র। মোগল সম্রাট আকবরের দরবারের পণ্ডিত আবুল ফজল রচিত আইন-ই-আকবরী গ্রন্থে সোনারগাঁয়ের এক বিশাল দিঘির কথা উল্লেখ করে বলা হয়েছে, এর পানিতে ধোয়া বস্ত্র এক ধরনের বিশেষ শুভ্রতা পেত। এতে প্রায় নিশ্চিতভাবেই খাসনগর দিঘিকে উল্লেখ করা হয়েছে বলে ঐতিহাসিকদের ধারণা। সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনী তুজুক-ই-জাহাঙ্গীরী থেকে জানা যায়, সুবেদার ইসলাম খাঁন সোনারগাঁয়ে তৈরি বিশেষ মসলিন কাপড় বাদশাহর দরবারে পাঠাতেন। তাতে লেখা থাকত ‘খাসনগর’। খাসনগর লেখা না থাকলে রাজদরবারে মসলিন গ্রহণ করা হতো না। মূলত মসলিনের সর্বাধিক কদর ছিল মোগল আমলেই। তখন মসলিনের খ্যাতি পুরো এশিয়া ছাড়িয়ে অন্যান্য মহাদেশেও সমাদৃত হয়েছিল। সোনারগাঁয়ের খাসনগরসহ আশপাশের শতাধিক দিঘির স্বচ্ছ পানি ও ঠান্ডা বাতাস মসলিন ধুয়ে শুকানোর বিশেষ উপযোগী ছিল। খাসনগর দিঘিটির দৈর্ঘ্য ও প্রস্থ মিলে প্রায় ১৩.৪৪ একর জমির ওপরে। জেমস টেলর ছিলেন তৎকালীন ঢাকার কালেক্টর। তিনি লেখা বই ‘টপোগ্রাফি অব ঢাকা’। সেখানে তিনি লিখেছেন, সে সময়ে সোনারগাঁয়ের মসলিন অত্যন্ত উৎকৃষ্টমানের ছিল। তিনি পানাম নগরকে মসলিন ব্যবসার কেন্দ্র হিসেবে উল্লেখ করেন। খাসনগর দিঘির পাড়ে মসলিন তাঁতিরা সুতো কাটতেন। এ দিঘির তীরে ৬০ জনের মতো মসলিন তাঁতির বসতি ছিল বলে মন্তব্য করেছেন তিনি।
শিরোনাম
- জনগণের বিশ্বাস এসব অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত : মির্জা ফখরুল
- সুজন নারায়ণগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন
- হঠাৎ বিয়ে করে চমকে দিলেন ‘দঙ্গল’ খ্যাত জায়রা ওয়াসিম
- আমরা যত দ্রুত পারি বিমানবন্দর চালু করব : বিমান উপদেষ্টা
- রিশাদের পাঁচ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বিপর্যয়
- রাজবাড়ীতে বিএনপি সমাবেশ: দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের অঙ্গীকার
- কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ ঢাকাগামী দুই ইন্ডিগো বিমানের
- সলঙ্গায় ডোবার কচুরিপানার নিচ থেকে কঙ্কাল উদ্ধার
- বিমানবন্দর সড়কে তীব্র যানজট
- ‘দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রফেশনাল ইন্সটিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে’
- বিএনপি ক্ষমতায় আসলে হাওরবাসীর উন্নয়ন হবে : আনিসুল হক
- মাদক ও দুর্নীতি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে: অতিরিক্ত আইজি
- ‘ট্যারিফের সমাধান না হলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া হবে’
- আগুন নিয়ন্ত্রণে রোবটের ব্যবহার
- অস্ত্রের মুখে জিম্মি করে ৭০ ভরি স্বর্ণসহ ২ কোটি টাকার মালামাল লুট
- সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর সহযোগী অস্ত্রসহ গ্রেফতার
- আগুনের ঘটনাস্থল পরিদর্শনে বিমান উপদেষ্টা
- নির্বাচনে যত চ্যালেঞ্জই আসুক, হাসিমুখে সামাল দেব : সিইসি
- অগ্নি নির্বাপণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা
- জুলাই সনদ স্বাক্ষরের পর নির্বাচন হতে বাধা নেই: দুদু
মসলিন সুতোর স্মৃতি মিশে আছে যেখানে
মাজহারুল ইসলাম, সোনারগাঁ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর