সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ফয়সাল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড, ইউনিফর্ম ও নগদ টাকা উদ্ধার করা হয়। গতকাল এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ। গ্রেপ্তার ফয়সাল আহম্মেদ (২৯) নরসিংদীর বাসিন্দা।