সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়ছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যে জানা গেছে, ২৪ আগস্ট ২০২৫ তারিখে জেলায় নতুন করে আরও ২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০০ জনে।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ২৭ জন, মৌলভীবাজারে ১১ জন, হবিগঞ্জে ১৭ জন এবং সুনামগঞ্জে ৪৫ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৮ জন।
অন্যদিকে করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। একই তারিখে সিলেটে নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। তবে চলতি বছরে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৮৫৫ জন এবং ইতোমধ্যে এ রোগে মারা গেছেন ৩ জন। বর্তমানে জেলায় করোনার কোনো সক্রিয় রোগী নেই।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরিস্থিতি স্থিতিশীল হলেও ডেঙ্গুর সংক্রমণ দ্রুত বাড়ছে। বিশেষ করে সুনামগঞ্জসহ অন্যান্য জেলায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি উদ্বেগজনক। তাই মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা এবং জনগণকে সচেতন করার ওপর জোর দিয়েছেন তারা।
বিডি প্রতিদিন/আরাফাত