আগামী জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গোপালগঞ্জে মোটর শোভাযাত্রা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখা।
আজ রবিবার দুপুরে জেলা শহরের মান্দারতলা এলাকার জেলা কার্যালয়ের সামনে থেকে গোপালগঞ্জ-০২ আসনের প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হোসাইন সিকদারের নেতৃত্বে জেলা শহরে একটি মোটর শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক হয়ে ঘোনাপাড়া এলাকা ঘুরে শহরের লঞ্চঘাট এলাকায় এসে সমাবেশে মিলিত হয়। সমাবশে শেষ সেখান থেকে শোভাযাত্রাটি দলীয় কায্যালয়ে গিয়ে শেষ হয়। মোটর শোভাযাত্রায় দলটির বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেয়।
সংক্ষিপ্ত সমাবেশে গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী মাওলানা তসলিম হোসাইন সিকদার বলেন, যারা জনগণের কাছ থেকে চাঁদা চায়, চাঁদা উত্তোলন করে, চাঁদা না পেয়ে পাথর মেরে মানুষ হত্যা করে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।যারা গোপালগঞ্জকে নিয়ে কটুক্তি করে তারা গোপালগঞ্জের জনগণের কাছে ক্ষমা না চাইলে এখানে তারা রাজনীতি করতে পারবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজী, অপরাধ দূর করে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।
বিডি প্রতিদিন/এএ