বান্দরবান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম নুরুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রাস্টি সেক্রেটারি ড. মোহাম্মদ নুরুল আবছার, স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন প্রফেসর ড. কাজী আহমেদ নবী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ড. মোহাম্মদ জহিরুল হক।
এছাড়াও একাডেমিক কাউন্সিলের সদস্য প্রফেসর সরওয়ার জাহান, প্রফেসর ড. আমীর মোহাম্মদ নসরুল্লাহ, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. জাহিদুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) টি.এ.এম. ওমর ফারুক, ইংরেজি বিভাগের কো-অর্ডিনেটর সোহরাব হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কো-অর্ডিনেটর মোহাম্মদ আমীর সাদাত, ব্যবসায় প্রশাসন বিভাগের কো-অর্ডিনেটর চিং চি প্রু সুকি, গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর কামরুন নাহার রিপা এবং হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম বিভাগের কো-অর্ডিনেটর উম্মে শিয়ামী শাহাতাজ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বিগত একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং পূর্ববর্তী সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া শিক্ষকদের গবেষণা কার্যক্রমসহ গুরুত্বপূর্ণ একাডেমিক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ