ধর্মপাশা উপজেলায় ইঞ্জিনচালিত নৌকা ডুবে শামসুদ্দিন (৬০) ও নুসরাত (৭) নামে দুজন নিখোঁজ হয়েছেন। গতকাল সকালে উপজেলার ধারাম হাওড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে সদর ইউনিয়নের কান্দাপাড়া থেকে জয়শ্রী ইউনিয়নের মহেশপুরে বিয়ে উপলক্ষে কনে দেখতে যাচ্ছিলেন সাতজন যাত্রী। তারা একটি ইঞ্জিনচালিত নৌকায় রওনা দেন। নৌকাটি ধারাম হাওড়ের মাঝপথে পৌঁছালে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায়। দুর্ঘটনার সময় নৌকার চালকসহ পাঁচজনকে স্থানীয়রা জীবিত উদ্ধার করলেও শামসুদ্দিন ও শিশু নুসরাত নিখোঁজ হন। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক নৌকাডুবির ঘটনাটি নিশ্চিত করেছেন।
এদিকে ধর্মপাশা ফায়ার সার্ভিসের ইনচার্জ লিয়াকত আলী জানান, নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। ইতোমধ্যে ময়মনসিংহ থেকে একটি ডুবুরি দল এসে উদ্ধার কাজে যোগ দিয়েছে।