দুই দিন আগে পাল্লেকেলেতে ওয়ানডে খেলেছেন টাইগাররা। ওয়ানডে সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হেরে যান মেহেদি হাসান মিরাজরা। প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করে মিরাজ বাহিনী। পরিচিত সেই পাল্লেকেলেতে আজ প্রথম টি-২০ খেলবে বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজে নেতৃত্ব দেবেন লিটন দাস। আগামী বছরের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পাওয়া লিটনের নেতৃত্বে এটা তৃতীয় সিরিজ। আগের দুটি সিরিজে লিটন বাহিনী হেরেছে আরব আমিরাত ও পাকিস্তানের কাছে। ক্যান্ডির ৩৫ হাজার আসনের পাল্লেকেলে স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে টাইগাররা আজ খেলবে সিরিজের প্রথম ম্যাচ। দুই দলের সর্বশেষ মুখোমুখিতে জয়ের আত্মবিশ্বাস নিয়ে খেলবেন লিটনরা। গত বছর জুনে মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে টি-২০ বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ৮ উইকেটে। টি-২০ বিশ্বকাপের পর ৪টি সিরিজ খেলেছে টাইগাররা। ভারতের কাছে ৩-০তে বাংলাদেশ হারলেও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিবীয়দের হারায় ৩-০ ব্যবধানে। ওই সিরিজের অধিনায়ক ছিলেন লিটন। তখনই জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন উইকেটরক্ষক ব্যাটার। নাজমুল হোসেন শান্তর জায়গায় তার হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেয় বিসিবি। চলতি বছর আরও দুটি সিরিজ খেললেও জয়ের মুখ দেখেনি লিটন বাহিনী। লিটন দাসের নেতৃত্বে আমিরাতের কাছে ২-১ এবং পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হেরে যায়। টানা সিরিজ হারে টাইগাররা মানসিকভাবে অনেকটাই ভঙ্গুর। তার ওপর পাল্লেকেলের পরিসংখ্যানও ভালো নয়। এখানে ৩ ম্যাচের সবগুলোতেই হেরেছে। ম্যাচের দুটি ছিল ২০১২ সালে টি-২০ বিশ্বকাপে। নিউজিল্যান্ডের কাছে ৫৯ রানে এবং পাকিস্তানের কাছে হেরেছিল ৮ উইকেটে। ২০১৩ সালে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হেরে যায় ১৭ রানে। মোট পরিসংখ্যানেও বেশ পিছিয়ে টাইগাররা। দুই দলের ১৭ মুখোমুখিতে টাইগারদের ৬ জয়ের বিপরীতে শ্রীলঙ্কার ১১টি। দুই দল সর্বশেষ টি-২০ সিরিজ খেলেছে গত মার্চে। বাংলাদেশের মাটিতে সিরিজটি সফরকারীরা জিতেছিল ২-১ ব্যবধানে। পরস্পরের বিপক্ষে দুই দল এখন পর্যন্ত টি-২০ সিরিজ খেলেছে ৫টি। এবার ষষ্ঠ সিরিজ খেলবে। শ্রীরঙ্কার মাটিতে সিরিজ খেলবে তৃতীয়বার। ২০১৩ সালে সিরিজটি হেরেছিল ১-০ ব্যবধানে। ২০১৭ সালে ড্র হয়েছিল ১-১ ব্যবধানে। সিরিজে দুই বছর পর ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন।
শিরোনাম
- প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করলেন ডিএমপি কমিশনার
- দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
- তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
- রাশিয়ার মিত্রদের ওপর নিষেধাজ্ঞা চান অধিকাংশ মার্কিন নাগরিক
- শিক্ষার্থীদের ওপর হামলা অনাকাঙ্ক্ষিত : ফাওজুল কবির
- নির্বাচন চাইলে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করুন : সমাজকল্যাণ উপদেষ্টা
- ফ্যাসিস্ট হাসিনার নৃশংসতার প্রতিবাদে জেগে ওঠে ছাত্র-জনতা : মাহফুজ আলম
- ফ্রান্স-স্পেনসহ চারটি দেশে ভোটার নিবন্ধনে সম্মতি পেয়েছে ইসি
- ভারতের ছাড়া পানিতে বন্যা, বিস্ফোরণে বাঁধ উড়িয়ে দিলো পাকিস্তান (ভিডিও)
- একসঙ্গে ২২৫ কর পরিদর্শককে বদলি
- বিয়ের অনুষ্ঠানে গুলি করে উদযাপন, বরের মৃত্যু
- প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে তিন উপদেষ্টা
- শিক্ষা কার্যক্রমকে যুগোপযোগী ও প্রতিযোগিতামূলক করে তোলার আহ্বান
- ‘কৃষকরা মৌসুমী সবজির ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন’
- পিআর নিয়ে কয়েকটি দল মামা বাড়ির আবদার করছে : রিজভী
- সরকারের কমিটি প্রত্যাখ্যান, নতুন ৫ দফা ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের
- এটিইও নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন
- ‘খেটে-খাওয়া মানুষের জীবনমান না বদলালে দেশের পরিবর্তন হবে না’
- স্কুল শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ করল দক্ষিণ কোরিয়া
- বগুড়ায় ১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি
টি-২০তে ঘুরে দাঁড়াতে চান টাইগাররা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর