খেটে-খাওয়া মানুষের জীবনমান না বদলালে দেশেরও কোনো পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
বুধবার প্রেস ক্লাবে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, যে ব্যাক্তি যে ধরনেরই পরিশ্রম করুক না কেন, সেটিকে শ্রম আইনের আওতায় আনা প্রয়োজন। নইলে তার অধিকারকে নির্দিষ্ট করা যাবে না। আপনি যদি আইনের আওতাভুক্ত না হন, তাহলে তো অধিকার নির্দিষ্ট হবে না।
তিনি বলেন, নাগরিককে ইউনিয়ন করা অধিকার, সংগঠিত হওয়ার অধিকার দিতে হবে। সেটি আউটসোর্সিং বা ডেইলি বেসিস শ্রমিক হোক। তারা কিন্তু চাইলেই ইউনিয়ন করতে পারে না, অথচ সরকারি খাতায় আপনার নাম শ্রমিক হিসেবেই লেখা। তার মানে সরকার নিজের আইনের সঙ্গে স্ববিরোধীতা করছে, সরকার তা করতে পারে না।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, আমরা চাই খেটে-খাওয়া মানুষের জীবনের পরিবর্তন হোক। তাদের জীবনমান না বদলালে দেশেরও কোনো পরিবর্তন হবে না। এই বিষয়টি নিয়ে আমরা শ্রম মন্ত্রণালয়ে গিয়েছিলাম। সচিব একটি কমিটি গঠন করেছেন, তবে এখনো এর কোনো ফলাফল আসেনি। আমি আপনাদের মতোই চাই, আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসুক।
বিডি প্রতিদিন/কেএ