ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশসহ মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৭ আগস্ট থেকেই এই বাড়তি শুল্ক কার্যকর হয়েছে।
এর প্রেক্ষিতে ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি লিগামামাদা রবুকা বলেছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছেন— “আপনার প্রতি কেউ একজন তেমন খুশি নন।”
তবে তিনি মোদিকে আরও বলেন, “আপনি যথেষ্ট শক্তিশালী। এসব অস্বস্তি আপনি সামলে নিতে পারবেন।”
রবুকা সম্প্রতি মোদির সঙ্গে বৈঠকে এই বার্তা দিয়েছেন বলে জানিয়েছেন।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার নয়াদিল্লির সপ্রু হাউসে ভারতীয় পররাষ্ট্রবিষয়ক পরিষদ (আইসিডব্লিউএ) আয়োজিত ‘ওশান অব পিস’ শীর্ষক বক্তৃতা শেষে শ্রোতাদের সঙ্গে মতবিনিময়কালে ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি লিগামামাদা রবুকা এ কথা জানান।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজির এই প্রধানমন্ত্রী গত রবিবার তিন দিনের সফরে দিল্লি পৌঁছান। সফরে সমুদ্র নিরাপত্তা, বাণিজ্য, স্বাস্থ্য, ডিজিটাল প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নসহ নানা খাতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করাই ছিল তার লক্ষ্য।
সোমবার মোদি ও রবুকার বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির কর্মপরিকল্পনা গৃহীত হয়। একইসঙ্গে উভয় দেশ শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক গড়তে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করে।
বক্তৃতা শেষে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী রবুকাকে জিজ্ঞেস করা হয়— বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় ‘ওশান অব পিস’ ধারণাটি কতটা সাড়া পাচ্ছে। রবুকা বলেন, “আমার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ হয়নি। রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আবেদন জানিয়েছি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে... প্রধানমন্ত্রী মোদি আমাদের এই ধারণার প্রতি সমর্থন জানিয়েছেন।”
তিনি আরও জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও গত বছর এবং চলতি বছরে আলোচনায় বিষয়টি গ্রহণ করেছেন। রবুকা বলেন, “অনেক বড় দেশের নেতারা বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। তাই আমি পরিবারের ধারণার কথা বলেছি। পরিবারের সবচেয়ে ছোট বা দুর্বল সদস্য অস্বস্তি প্রকাশ করলে সবাই মনোযোগ দেয়। কারণ বাইরের ঘটনাগুলো আমাদের ওপরও প্রভাব ফেলে।”
তিনি আরও বলেন, “এখন যা ঘটছে, তা ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কেও প্রভাব ফেলছে। সাম্প্রতিক শুল্ক সংক্রান্ত ঘোষণা ও মোদির দিকে আসা নানা ইঙ্গিতের পর আমি তাকে বলেছি— আপনার প্রতি কেউ একজন খুশি নন। তবে আপনি যথেষ্ট শক্তিশালী, এসব অস্বস্তি সামলে নিতে পারবেন।” সূত্র: দ্য হিন্দু, ইন্ডিয়া টুডে, এনডিটিভি
বিডি প্রতিদিন/একেএ