চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে ভেসে আসা হিরো মণ্ডল নামে এক ভারতীয় নাগরিকের মরদেহ ফেরত দেওয়া হয়েছে। বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলা শিংনগর সীমান্ত দিয়ে মরদেহটি হস্তান্তর করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত সোমবার শিবগঞ্জ উপজেলার চরপাকা ইউনিয়নের কদমতলা-সেতারাপাড়া পদ্মা নদীর ঘাটে মরদেহটি উদ্ধার করা হয়। অজ্ঞাত মরদেহ হিসেবে পুলিশ তার সুরতহাল ও ময়নাতদন্ত করে। সুরতহালে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
বিজিবি অধিনায়ক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে হিরো মণ্ডলের মরদেহের ছবি ও ভিডিও দেখে পরিচয় নিশ্চিত হয় তার স্বজনরা। পরে বিষয়টি তারা বিএসএফ ক্যাম্পে জানায়। মঙ্গলবার বিকালে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এরপর আজ বুধবার দুপুরে বিজিবি, বিএসএফ ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, বিএসএফ জানিয়েছে হিরো মণ্ডল পেশায় জেলে ছিলেন এবং নদীতে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত পড়ে গিয়ে ডুবে যায়।
বিডি প্রতিদিন/এমআই