স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘দীর্ঘদিন ধরে কৃষকরা মৌসুমী সবজির ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ কৃষকদের সেই দুঃখ ঘোচাবে। টেকসই, বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই প্রযুক্তি আমাদের কৃষিকে আধুনিকতার পথে এগিয়ে নেবে।’
বুধবার (২৭ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মেদুলিয়া গ্রামে আনুষ্ঠানিক ভাবে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, এই আয়োজন শুধু একটি প্রযুক্তি বিতরণ নয়, বরং কৃষি খাতে এক নতুন যুগের সূচনা। দীর্ঘদিন ধরে কৃষকরা মৌসুমি সবজির ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ কৃষকদের সেই দুঃখ ঘোচাবে। টেকসই, বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই প্রযুক্তি আমাদের কৃষিকে আধুনিকতার পথে এগিয়ে নেবে।
জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে কৃষি মন্ত্রণালয় বাস্তবায়িত ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাশ্রয়ী কোল্ড স্টোজে প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি প্রকল্প’ এর আওতায় এই কর্মসূচি নেয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয় সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাদফুল আলম, প্রকল্প পরিচালক জুবেইর মাসরুর, জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লাসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/জামশেদ