বগুড়া সদরের অদ্দিরগোলা বাজারসহ বিভিন্ন বিক্রয় কেন্দ্রে ১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচি চাল বিক্রি করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সদরের ১১টি ইউনিয়নে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হতদরিদ্র পরিবারের মাঝে এসব চাল বিক্রি করা হয়।
জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়নে ৩২ হাজার হতদরিদ্র পরিবার এই সুবিধা পাবেন। প্রতিটি হতদরিদ্র পরিবার ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল কিনতে পারবেন। ৬০টি বিক্রয় কেন্দ্র তদারকির জন্য তদারকি কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তারা সবসময় তদারকি করছেন।
এছাড়া ১১টি ইউনিয়নে ৯৭৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এদিন বগুড়া সদর উপজেলার সামগ্রাম ইউনিয়নের অদ্দিরগোলা বাজার ও মিলের চাতাল এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত উপসহকারি কৃষি কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, ডিলার রাশেদুর রহমান, মাহমুদুল হাসান, সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ফারুক হাসান শিমুল, ইউপি সদস্য ইসমাইল হোসেন সরকার, রেজাউল করিম পেস্তা, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেতু, সাবগ্রাম ইউনিয়ন যুবদলের সিনিয়র আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, সাখাওয়াত হোসেন প্রমুখ।
বগুড়া সদরের অদ্দিরগোলা বাজারের ডিলার রাশেদুর রহমান জানান, কোনো প্রকার হয়রানি ছাড়াই কার্ডধারীরা লাইন ধরে ১৫ টাকা কেজি দরে চাল ক্রয় করে উপকৃত হচ্ছেন। বিক্রয় কেন্দ্র থেকে কেউ চাল না পেয়ে ফিরে যাননি। চাহিদা অনুযায়ী চালের বরাদ্দ রয়েছে। যথাযথ নিয়ম অনুসরণ করে বিক্রয় করা হচ্ছে।
বগুড়া সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হারুন-উর-রশিদ জানান, খাদ্যবান্ধব কর্মসূচি ভালোভাবে পরিচালনার জন্য তদারকি কর্মকর্তার পাশাপাশি নিজেরাও চাল বিক্রয় কেন্দ্র পরিদর্শন করছি।
তিনি বলেন, সদরের অদ্দিরগোলা বাজারে বিক্রয়ের সময় ৬ বস্তা চাল জব্দ করা হয়েছে। কোনো অনিয়মের অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/জামশেদ