ইউক্রেনের গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলীয় শিল্প এলাকা নিপ্রোপেত্রভস্কে ঢুকে পড়েছে রুশ বাহিনী। সেখানে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে রুশ সেনারা। বিষয়টি স্বীকার করেছে ইউক্রেনের সেনাবাহিনী।
নিপ্রোপেত্রভস্কে এটাই প্রথম এ ধরনের বড় আকারের হামলা বলে বিবিসিকে জানিয়েছেন দনিপ্রোর অপারেশনাল-স্ট্র্যাটেজিক গ্রুপ অব ট্রুপসের ভিক্টর ত্রেহুবভ। রাশিয়া গত গ্রীষ্ম থেকেই দাবি করে আসছে যে, তাদের সেনারা ওই এলাকায় প্রবেশ করেছে। তারা দোনেৎস্ক অঞ্চল থেকে ইউক্রেনের ভেতরে আরও গভীরে ঢোকার চেষ্টা করছে। জুন মাসের শুরুর দিকে রুশ কর্মকর্তারা বলেছিলেন, নিপ্রোপেত্রভস্কে শুরু হয়েছে তাদের অভিযান। যদিও ইউক্রেনীয় সর্বশেষ প্রতিবেদন বলছে, কেবল সীমান্ত অতিক্রম করতে পেরেছে তারা।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুদ্ধ থামাতে কূটনৈতিক প্রচেষ্টা চললেও নিপ্রোপেত্রভস্কে রাশিয়ার যেকোনো অগ্রগতি ইউক্রেনীয় সেনাদের মনোবল নষ্ট করবে। ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করলেও তাতে অগ্রগতি তেমন হচ্ছে না।
ইউক্রেনীয় ডিপস্টেট ম্যাপিং প্রজেক্ট মঙ্গলবার জানায়, রুশ বাহিনী নিপ্রোপেত্রভস্কে সীমান্ত ঘেঁষে দুইটি গ্রাম দখল করেছে। এগুলো হলো জাপোরিজকে এবং নভোহ্রিহোরিভকা, তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এ দাবি নাকচ করেছেন। তার ভাষায়, জাপোরিজকে এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে এবং নভোহ্রিহোরিভকার আশপাশে লড়াই চলছে।
রাশিয়া নিপ্রোপেত্রভস্ক অঞ্চলকে দোনেৎস্কসহ পূর্ব ইউক্রেনের অন্যান্য চার অঞ্চলের মতো নিজেদের দাবি করেনি। তবে রাজধানী দনিপ্রোসহ এর বড় শহরগুলোতে একাধিকবার আক্রমণ চালিয়েছে। বিবিসি বলছে, যুদ্ধ শুরুর আগে নিপ্রোপেত্রভস্কে ৩০ লাখেরও বেশি মানুষ বাস করত। এটি ডনবাসের (দোনেৎস্ক ও লুহানস্ক) পর ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম ভারী শিল্পাঞ্চল ছিল। যদিও রাশিয়ার সেনাবাহিনী ধীরগতিতে অগ্রসর হচ্ছে এবং প্রচুর হতাহতের মুখে পড়ছে, তারপরও সম্প্রতি দোনেৎস্কে কিছু অগ্রগতি অর্জন করেছে রুশ বাহিনী। এ মাসের শুরুতে তারা হঠাৎ করেই দোব্রোপিলিয়ার কাছে ইউক্রেনীয় প্রতিরক্ষা ভেদ করে প্রবেশ করেছিল আরও ১০ কিলোমিটার ভেতরে। তবে সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বাহিনীর অগ্রযাত্রা থেমে গেছে। সূত্র: বিবিসি।
বিডি প্রতিদিন/এএম