বিস্ফোরক মামলায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা হেলাল সরকারকে (৬১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার টিঅ্যান্ডটি মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওসি রুহুল আমিন বলেন, ২০২৪ সালের ১৬ নভেম্বর জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।