লোকগীতি গেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশসেরা হলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী অনসূয়া ভট্টাচার্য। ‘আমি সেই চরণে দাসের যোগ্য নই, নইলে মোর দশা কি এমন হয়’— তার কণ্ঠে এই লোকগান শুনে মুগ্ধ হন সবাই। এই গানের মাধ্যমে সকলের মন জয় করে সে বগুড়াকে আরও একধাপ এগিয়ে নিয়েছে।
জানা গেছে, গত (২৩ আগস্ট) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত চূড়ান্ত পর্বে আট বিভাগের নয় প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম হন বগুড়ার আজিজুল হক কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অনসূয়া ভট্টাচার্য। তাঁর হাতে বিজয়ী স্মারক তুলে দেন জাতীয়
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএসএম আমানুল্লাহ ও পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এর আগে ১৩ এপ্রিল রাজশাহীতে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ে সাত জেলার প্রতিযোগীকে হারিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন তিনি। অনসূয়ার এই সাফল্যে তাঁর কলেজ ও সাংস্কৃতিক পরিষদের অন্য সদস্যরাও উচ্ছ্বসিত।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর জানান, অনসূয়া শুধু কলেজের নয়, পুরো বগুড়ার গর্ব। তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও সাংস্কৃতিক কার্যক্রমে উৎসাহী করবে। তার এই অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দের।
অনসূয়া বলেন, প্রথমে যখন গানটি পরিবেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখন কিছুটা ভয় লাগছিল। কারণ সব বিভাগের সেরা শিল্পীরা সেখানে উপস্থিত ছিলেন। গান গাওয়ার পর যখন ফলাফলে দেখি প্রথম হয়েছি তখন খুব আনন্দ পেয়েছি।
তিনি আরও বলেন, সরকারি আজিজুল হক কলেজের সাংস্কৃতিক পরিষদের মাধ্যমে আমি অনেক কিছু জানতে ও শিখতে পেরেছি। তাদের সহযোগিতায় এই পর্যায়ে আসতে পেরেছি।
বর্তমানে অনসূয়া সরকারি আজিজুল হক কলেজ সাংস্কৃতিক পরিষদের সহ-প্রচার সম্পাদকের দায়িত্বে আছেন। তার এই সাফল্য কলেজ ক্যাম্পাসে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। কলেজের সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
বিডি প্রতিদিন/জামশেদ